Learning is free here, always!
Common Mistakes In English | Part 2
ইংরেজীতে সাধারণত যে সকল ভূল খুব বেশী হয়ে থাকে তা নিম্নে তুলে ধরা হলোঃ
1. Absorbed ( = খুব বেশী আগ্রহী ) in হবে, at নয়।
ভূলঃ The man was absorbed at his work.
সঠিকঃ The man was absorbed in his work.
বাংলা অর্থঃ লোকটি তার কাজে খুবই আগ্রহী ছিল।
2. Accustomed to হবে, with নয়।
ভূলঃ I am accustomed with hot weather.
সঠিকঃ I am accustomed to his work.
বাংলা অর্থঃ আমি গরমে অভ্যস্ত।
নোটঃ accustomed to = used to ও হবে, যেমনঃ He is used to the heat.
3. Arrive at হবে, to নয়।
ভূলঃ They arrived to the village this morning.
সঠিকঃ They arrived at the village this morning.
বাংলা অর্থঃ তারা আজ সকালে গ্রামে এসেছেন।
নোটঃ কোন দেশ বা বড় শহর হলে হবে, যেমনঃ Raju has arrived in New York (Bangladesh, Japan etc.)
4. Congratulate on হবে, for নয়।
ভূলঃ I congratulate you for your success.
সঠিকঃ I congratulate you on your success.
বাংলা অর্থঃ আমি আপনাকে আপনার সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি।
5. Deprive of হবে, from নয়।
ভূলঃ He was deprived from his rights.
সঠিকঃ He was deprived of his rights.
বাংলা অর্থঃ সে তার অধিকার থেকে বঞ্চিত ছিল।