Learning is free here, always!
IELTS: International English Language Testing System
IELTS কী, কেন এবং কাদের জন্য? জেনে নিন আইয়েলস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য।
IELTS কী?
ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুইজ টেষ্টিং সিস্টেম বা সংক্ষেপে আইয়েলস (IELTS) হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করার পরীক্ষা।
যেসব দেশে ইংরেজি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় সে সব দেশে পড়াশুনা করতে, কাজ করতে যেতে এবং মাইগ্রেশনের ক্ষেত্রে সাধারণত (IELTS)পরীক্ষা দেয়া লাগে।
IELTS-এর নম্বর সর্বনিম্ন (band score 1) থেকে সর্বচ্চ (band score 9) হয়।
IELTS টেষ্ট দুই ধরনের হয়ে থাকে।
১. IELTS Academic
যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান তাদেরকে IELTS Academic এ পরীক্ষা দিতে হয়।
২. IELTS General Training
যারা কাজের জন্য অথবা মাইগ্রেশনের জন্য দেশের বাইরে যেতে চান তাদেরকে IELTS General Training-এ পরীক্ষা দিতে হয়।
IELTS টেষ্ট ফরম্যাট।
আামরা যেমনটি জানি প্রতিটি ভাষার ৪ টি দক্ষতা থাকে।
১. লিসেনিং
২. স্পিকিং
৩. রিডিং এবং
৪. রাইটিং ।
IELTS টেষ্টের মাধ্যমে পরীক্ষার্থীর এই ৪ দক্ষতা যাচাই করে দেখা হয়।
সম্পুর্ণ টেষ্টের জন্য নির্ধারিত সময় হলো ২ ঘন্টা ৪৫ মিনিট।
Listening, Reading ও Writing টেষ্টসমুহ এক দিনেই হয় এবং এদের মাঝখানে কোন বিরতি দেয়া হয়না। Speaking টেষ্ট ওইদিনই একটা বিরতি দিয়ে তারপর শুরু হতে পারে অথবা ঐ টেষ্টসমুহ হওয়ার আগের অথবা পরের ৭ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। এটা পরীক্ষার কেন্দ্রের উপর নির্ভর করে।
Academic এবং General Training-এর পরীক্ষার্থীদের Listening ও Speaking পরীক্ষায় কোন পার্থক্য নেই কিন্তু Reading ও Writing টেষ্ট এর পার্থক্য আছে।
নিচে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেয়া হলো।
Test format – Listening
Listening টেষ্টের জন্য সময় বরাদ্ধ থাকে ৩০ মিনিট।
Listening টেষ্টে আপনাকে ৪ টি ভিন্ন ধরনের অডিও শুনানো হবে এবং তা শুনে উত্তর করতে হবে।
পুরো লিসেনিং টেষ্টটি ৪ টি সেকশনে ভাগ করা থাকে।
Section 1
এই সেকশনে ২জন ব্যক্তির কথোপোকথোন শুনানো হবে। আর তা শুনে উওর দিতে হবে।
Section 2
একজন ব্যক্তির কোন সামাজিক একটি বিষয় নিয়ে বক্তব্য শনতে পাবেন এই সেকশনে।
Section 3
সেকশন ৩ তে ২-৪ জন ব্যক্তির কথোপোকথোন শুনানো হবে।
Section 4
সেকশন ৪ এ একজন ব্যক্তি পড়াশোনার কোন একটি বিষয় নিয়ে বক্তব্য দিবেন আর তা শুনে আপনাকে উওর দিতে হবে।
Test format – Speaking
Speaking টেষ্টের জন্য সময় দেয়া হয় ১১-১৪ মিনিট।
এটি একটি ওয়ান-টু-ওয়ান টেষ্ট। অর্থাৎ একজন পরিক্ষক থাকবেন আর আপনি থাকবেন। প্রত্যেকটি টেষ্ট রেকর্ড করে রাখা হয়।
পুরো স্পিকিং টেষ্টটি ৩ টি ভাগে হয়।
Part 1
এই অংশে examiner আপনাকে আপনার সম্পর্কে কিছু প্রশ্ন করবে। যেমনঃ home, family, work, studies and interests ইত্যাদি। এটি ৪-৫ মিনিট চলবে।
Part 2
এই অংশে examiner আপনাকে একটি কার্ড দিবে যাতে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে কথা বলতে বলা থাকবে। আপনাকে প্রস্ততি নেয়ার জন্য ১ মিনিট সময় দেয়া হবে এবং এরপর আপনাকে ২ মিনিটের মতো সেই বিষয়ের উপর কথা বলতে হবে।
Part 3
এই অংশে আপনাকে ঐ বিষয় সম্পর্কিত কিছু প্রশ্ন করা হবে।এটি ৪-৫ মিনিট চলবে।
Test format – Academic Reading
সময়ঃ ৬০ মিনিট।
Reading এর Academic ভার্শনে ৩ টি বড় প্যাসেজ পড়ে ৪০ টি প্রশ্নে উত্তর দিতে হবে।
প্যাসেজগুলি নেয়া হয় বিভিন্ন বই, ম্যাগাজিন, পত্রিকা ইত্যাদি থেকে এবং এই প্যাসেজগুলি উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত থাকে।
Test format – General Training Reading
সময়ঃ ৬০ মিনিট।
Reading এর General Training ভার্শনে ৩ টি বড় প্যাসেজ পড়ে ৪০ টি প্রশ্নে উত্তর দিতে হবে।
প্যাসেজগুলি নেয়া হয় বিভিন্ন বই, ম্যাগাজিন, পত্রিকা ইত্যাদি থেকে এবং এই প্যাসেজগুলি দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত থাকে।
Test format – Academic Writing
সময়ঃ ৬০ মিনিট।
Academic Writing-এ ২ টি টাস্ক থাকে।
Task 1
এই অংশে আপনাকে একটি graph, table, chart or diagram দেয়া হবে এবং তা ব্যাখ্যা করতে বলা হবে।
্
Task 2
আপনাকে একটি essay লিখতে বলা হবে। আপনকে essay-র বিষয়ের উপর মতামত অথবা যুক্তি উপস্থাপন করতে হবে। এটি ফরমাল স্টাইলে লিখতে হবে।
Test format – General Training Writing
সময়ঃ ৬০ মিনিট।
Academic Writing-এ ২ টি টাস্ক থাকে।
Task 1
এই অংশে আপনাকে একটি situation দেয়া হবে এবং তার উপর একটি চিঠি লিখতে হবে।
Task 2
আপনাকে একটি essay লিখতে বলা হবে। আপনকে essay-র বিষয়ের উপর মতামত অথবা যুক্তি উপস্থাপন করতে হবে। এটি কিছুটা ইনফরমাল হতে পারে।
IELTS Test dates, fees and locations in Bangadesh 2020.
বাংলাদেশে IELTS-এর টেষ্ট ডেইট, ফি এবং লোকেইশন জানতে নিচের লিংকে ক্লিক করুন।
IELTS-এর টেষ্ট ডেইট, ফি এবং লোকেইশন।
আরো কিছু জানার থাকলে কমেন্টে আমাদের জানান। যত দ্রুত সম্ভব আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো।
পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
সোর্সঃ আইয়েলস.অরগ